ব্যতিচার

অনভ্যস্ত চোখের ইশারা ছিল

তুমি তাই হয়ত বুঝতে পারোনি-

অদক্ষ সজ্জায় গুপ্ত ছিল

বহুকাল ক্ষয়ের চিঠির পুনশ্চ টুকু।

গোধূলীর আলাপনে, বৃষ্টির ক্ষণকাল অবকাশে

আমি চাওয়া ছিল একটি দীর্ঘশ্বাসের-

তোমার দৃষ্টির অগোচরে।

থেকে গেল শুধু বিদায়ের তিক্ততাটুকু

বলা হল না কিছুই-

শুধু ঐ ইশারাটুকুই দিতে পেরেছিলাম

সবটুকু দ্বিধার আভরণ সরিয়ে-

সেটুকুও হারিয়ে গেল চিরতরে

না পাওয়া ক্ষণের ভ্রুক্ষেপহীন ব্যতিচারে। 

Author's Notes/Comments: 

12th july 2016

View shawon1982's Full Portfolio