বিধি

 

(নোবেল সাহিত্য পুরস্কার ১৯৯০ বিজয়ী কবি Octavio Paz কে উৎসর্গ করে লেখা। কবিতাটি উনার লেখা motion অনুসরণে লেখা হয়েছে)

 


তুমি যদি হও মধ্য আকাশের মণি

                আমি তবে হই সমূদ্রে ধাবমান নদী

তুমি যদি হও দিগন্ত ছোঁয়া শঙ্খচিল

                আমি তবে হই বাতাসে দোলা কাশফুল

তুমি যদি হও উত্তাল সমূদ্রের গর্জন

                আমি তবে হই পিচঢালা রাজপথ

তুমি যদি হও ঝিনুকে রক্ষিত মুক্তা

                আমি তবে হই আকাশ কাঁপানো বজ্রনিনাদ

তুমি যদি হও উল্টে রাখা বালিঘড়ি

                আমি তবে হই সদ্য গজানো অঙ্কুর

তুমি যদি হও কাঠ ফাঁটা রোদ

                আমি তবে হই মরুর বুকে ধূলিঝড়

তুমি যদি হও বৃষ্টির পরের ইন্দ্রধনু

                আমি তবে হই গ্রহন লাগা সূর্য

তুমি যদি হও  নির্জন গভীর অরণ্য

                আমি তবে হই সমূদ্রে ধাবমান নদী 

 

Author's Notes/Comments: 

3rd March 2015

View shawon1982's Full Portfolio