ক্লান্তি

ক্লান্তি হয়না কভু ক্লান্ত নিজে,


বোবা, কালা যন্ত্রের মত,


থাকে ব্যস্ত তার কাজে,


অলস যারা শামুকের মত, ক্লান্তি তাদের প্রিয় ছুতো।


 

ওহে কর্মঠ, ক্লান্তি কি কভু তোমায় ভাবায়?


হয় কি তোমার মাথা নত?


মীরজাফরের ন্যায়,   


ঝড়ের প্রচণ্ড নিঃশ্বাসে নোয়া গাছের মত।


 

ক্লান্তি, রবি ঠাকুর করেননি গ্রহন তোমায়, চায়না কেউ মন থেকে,


কেন তবু করছ বাস পরজীবীর মত মোদের মুলুকে।     

 

 

View kingofwords's Full Portfolio