কিভাবে কবি হলাম?

মাঝে মাঝে বুদ্ধিজীবীর মত ভাবি,  


আগে কি ছিলাম আর এখন কি হলাম!


সময়ের যেন মৃত্যু নেই, চলেছে বয়ে একগুঁয়ে হিটলারের মত,


সেই নিরন্তর সময়ের মাঝে কিভাবে যেন কবি হয়ে গেলাম!


 

মানুষ কেন কবি হয়, কেন লেখে?


এর উত্তর সবাই দেয়ার চেষ্টা করে ঠিকই,


তবে লালন এবং বুদ্ধ যেমন সব প্রশ্নের পাননি উত্তর,


এর সঠিক উত্তরও অজানা তেমনই!


 

আমি লিখি কারণ আমার কষ্টগুলোকে বর্ণ দিয়ে সহজেই মোছা যায়,


আমি লিখি কারণ লিখার জন্যই আমার জন্ম,


আমি লিখি কারণ আমার সন্তুষ্টি আমার সৃষ্টিশীলতা ছড়িয়ে দেয়ায়!


আমি লিখি কারণ লিখাটাই আমার সত্যিকারের কর্ম!


 

রোগীর কাছে যেমন ঔষধ মূল্যবান,


আমার কাছে আমার সৃষ্টিকর্ম তেমন,


জানি না আজ হতে সহস্র বছর পরে,


কেউ পড়বে কিনা লেখা মোর, যদি পড়ে, তবে সার্থক জীবন!


 

আমি সময়কে বাক্যের মধ্যে বন্দি করি,


আমি সময়ের সত্যকে খুঁজে ফিরি,


আমি মিথ্যাকে ফুটবলের মত লাথি মারি,

 

আমি কবি, আমি স্বপ্ন আঁকি, আমি স্বপ্ন ধরি!

View kingofwords's Full Portfolio
tags: