নিয়তির হাতে জীবন

নিয়তির হাতে জীবন,


চালায় যেমন ইচ্ছে তেমন!


একগুঁয়ে চালকের মত,


তবে নিয়তিও মানে হার কভু এ কথা সত্য!


 

নিয়তি হয় গোলাম তার,


পরিশ্রম আছে যার,


শামুকের মত অলস যারা,


সু-নিয়তি নামক হীরা দেয় না তাদের ধরা!


 

এ জগতে অনেক উদাহরণ বিদ্যমান,


পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে পেয়েছেন মান সম্মান,


বিল গেইটস, এ পি জে আব্দুল কালামসহ আরও অনেকে,


কোনও বাধাই পারেনি করতে নত তাদেরকে।


 

গাছ লাগালে অনেকদিন পরে যেমন ফল ধরে,


পরিশ্রমের ফলও আসে তেমন একটু দেরী করে,


দেরী হলেও সাফল্য আসেই, একটু বা বেশী,


ছড়িয়ে আলোর রেখা, জাগিয়ে মনে আনন্দ রাশি রাশি।


 

নিয়তিকে দোষ দিয়ে কাঠের টুকরার মত থাকে যারা পড়ে,


মেওয়া ফলবে না কভু তাদের ঘরে,


যদি জন্মটাকে সার্থক করে তুলতে চাও,


তবে নিয়তিকে মেনে নিয়ে পরিশ্রম করে সামনে এগিয়ে যাও।

View kingofwords's Full Portfolio