হাঁসের ডাক [Bangla Rhyme]

হাঁস ডাকে প্যাঁক প্যাঁক করে,


হাঁসের ডাকে যায় না থাকা ঘরে,


সকাল আর সন্ধ্যায় একযোগে ডাকে,


এতো হাঁস একসাথে ডাকলে মেজাজ খারাপ থাকে!


 

তবুও হাঁসের প্রতি রাগ লাগে না,


ক্ষুদ্র প্রাণীর উপর এতো রাগ মানায় না,


যখন হাঁটে ওরা হেলে দুলে,


মনে আমার মায়ার ঢেউ যায় খেলে!


 

হাঁসের ডিম আমার অনেক পছন্দ,

 

মন হয় মাতোয়ারা পাই যখন ভাঁজা ডিমের গন্ধ।

View kingofwords's Full Portfolio
tags: