গাঁয়ের কথা

তোমাদের কে গাঁয়ের কথা বলি শোন,
আমাদের সেই ছোট্ট গ্রাম।
নদীর তীরে পত্র পল্লবে ছায়া-
দু হাতে প্রসারিত করে রেখেছহে কি মায়া!
পাখির কূজনে যেথা প্রত্যুষে ঘুম ভাঙে,
খোলা মাঠের বাতাসে সেথা কত স্বপ্ন ওড়ে।
আমাদের সেই ছোট্ট গ্রাম।

পাড়ার দুরন্ত ছেলেরা সেথা ঘুড়ি উড়ায়-
কত রঙের রঙ্গিন ঘুড়ি।
ধানের ক্ষেতে মৃদু হাওয়া দোলা দিয়ে যায়-
মনে হয় নিজেই বাতাসে উড়ি।
কলকল শব্দে নদী হয়ে যায়-
বটের ছায়ার বিশ্রাম নেই আমি এক ক্লান্ত পথিক!
নদীর পানিতে সাতার কাটে দামাল ছেলে;
হায় বয়ে যায় কত সময়।

কত সহজ সরল আমার গ্রামের মানুষ;
তাদের তুলনা মেলা ভার।
যুগে যুগে শত অত্যাচারী তাদের
জীবন করেছে ছারখার।
মুখে আছে এক টুকরো হাসি;
আমার এই ছোট্ট গ্রাম কে আমি
অনেক বেশী ভালবাসি।

Author's Notes/Comments: 

23rd October 2011

View shawon1982's Full Portfolio