মানপত্র (স্নেহাশীষ চট্টোপাধ্যায়)

হে সঙ্গীতসাধক!

 

যুগ যুগ ধরে সঙ্গীতের পেছনে দিয়েছো যে শ্রম

যতই তা বলি, ততই যে হয়ে যাবে কম

শত কষ্টে তুমি গড়েছো তোমার যে সংগ্রহ

ক্রমেই বাড়িয়ে দিচ্ছে তা সকলের আগ্রহ

এগিয়ে যাও তুমি তোমার আপন গন্তব্যে-

কি আসে যায় নিন্দুকের সব তুচ্ছ মন্তব্যে?

 

হে মহাপ্রাণ!

 

বিধাতা বাড়িয়ে দিক তোমার ধৈর্য আর নিষ্ঠা

অব্যাহত থাকুক তোমার নিরলস নিরন্তন চেষ্টা

অনড় অটল থেকে তুমি সংগ্রহ কর গান

সঙ্গীতের মাঝেই পূর্ণ হোক তোমার আরাধ্য জ্ঞান

বেঁচে থাক তুমি মহাকালের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে

আমরা ধন্য হলাম আজ তোমায় কাছে পেয়ে

 

হে ক্ষণজন্মা!

 

পৃথিবীতে সদা জন্মায় কত হাজারো নারী পুরুষ

তাদের মাঝে কজন পাবো তোমার মত মানুষ?

মহাকালের অতিথি তুমি বেঁচে থাকো দীর্ঘকাল

তোমার নাম স্বর্ণাক্ষরে লিখে রাখবে মহাকাল

জ্বেলেছো আমাদের মনে তুমি সঙ্গীতের ধ্রুব আলো

এমনি করেই চিরকাল মনে ঐশ্বরিক সুধা ঢালো

Author's Notes/Comments: 

4th september 2017

View shawon1982's Full Portfolio