বিদীর্ণ স্বাধীনতা

 

 

সুখের আকাশে তিলে তিলে জমে গেছে

দুঃখ নামক বিলাসিতার ঘন মেঘ।

সেই সাথে উষ্ণ শিশির বিন্দুগুলো একজোটে

কপালে দেয় প্রবাহিত স্বেদ-তিলক!

আমি হাতে ভাঙ্গা চায়ের কাপ নিয়ে

স্লোগান দিয়ে গলা ফাটাই-

স্বাধীনতা চাইগো স্বাধীনতা!

 

পীচের রাস্তার উত্তাপের সাথে সীসার টুকরাগুলো

একে একে রচনা করতে থাকে আমার বিধিলিপি-

অনেক রঙে, নানা ঢঙে; কত বর্ণে!

দুহাত উড়াই স্বাধীনতার ধূলারাশি

আহত কবুতরগুলো ডানা ঝাপ্টায়-

কাতরস্বরে প্রাণভিক্ষা চায়!

আমি মুক্ত-স্বাধীন দেশের স্বাধীনতা প্রেমিক নাগরিক

বীরদর্পে এগিয়ে যাই বেয়োনেট হাতে-

এক ঝটকায় এফোঁড়-ওফোঁড় করে দেই

স্বাধীনতার শতছিন্ন বিদীর্ণ কলিজা। 

Author's Notes/Comments: 

1st February 2016

View shawon1982's Full Portfolio