জ্বরের ঘোরে

জ্বরের ঘোরে বকতে থাকা কিছু প্রলাপ,

নাইবা থাকুক মনে,

বাতাসে উড়ে শূন্যে মিলাক!

বিন্দুমাত্র মূল্য দিও না এসবের-

মাটির পাত্রে কি বা আর আছে মূল্য?

কুমারকে বলে দিও, আবার গড়ে দেবে

তোমার পছন্দমত! নিখুঁত করে, নকশা দিয়ে!

জ্বর বেড়ে চলেছে- সাথে বাড়ছে পাগলামী!

কে বলেছে সহ্য করতে?

সবাই যখন গোধূলীবেলার সোনাঝরা রঙ দেখে-

আমি তখন দুহাত ভরে মেখে নেই

কিছুটা দিন শেষের উত্তাপ!

আর সাথে কিছু থাকে  

বিবর্ণ অনুতাপ!

জ্বরের ঘোরে বকে চলেছি!

ক্ষমা কর আমায়!

নাইবা থাকুক মনে,

বাতাসে উড়ে শূন্যে মিলাক!

 

Author's Notes/Comments: 

29th August 2015

View shawon1982's Full Portfolio