তোমার প্রশ্নের কোনও শেষ নেই!

তোমার প্রশ্নের নেই কোনও শেষ,


বাচ্চাদের মত ছুড়ে দাও বেশ,


প্রশ্নের তীর মোর পাণে,


কারণে কিংবা অকারণে।


 

সমুদ্রের জল কভু শুকাতে পারে,


আকাশের তারা হয়তো কভু পড়বে ঝরে,


                   কিন্তু তোমার প্রশ্নের নেই মৃত্যু কোনও,                 


করছি যুদ্ধ যার সাথে আমি এখনও।


 

আমার উত্তরে কি আসে সন্তুষ্টি তোমার?


বড় সাধ হয় তা জানার।  

View kingofwords's Full Portfolio