গাহি সাম্যের গান

গাহি সাম্যের গান-


মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।


বলেছেন কবি নজরুল সেই কবে!


যুগ যুগ ধরে তা রঙধনুর মতই উজ্জ্বল রবে!


 

সাম্যের তরে অকাতরে দিয়েছেন বিলিয়ে জীবন,


গান্ধী, সক্রেটিসসহ বহু জ্ঞানী ও গুণীজন,


ম্যান্ডেলা করেছেন সংগ্রাম দিতে মানুষকে মানুষ পরিচয়,


সাদা ও কালো রঙের ভেদাভেদ কি পশুর মত আচরণ নয়?


  

কণ্টকাকীর্ণ মুকুট মাথায় নিয়ে,


যিশু চলেছেন যখন ক্লান্ত ও নগ্ন পায়ে,


তখনও প্রতিটি ঘামের কণা, প্রতিটি রক্তবিন্দু তাঁর!

 

গেয়েছে সাম্য ও মানবতার জয়গান বারবার!

View kingofwords's Full Portfolio