অনেক কষ্টের পর

অনেক সাধনা ও কষ্টের পর,


যখন একটি লেখা কোনও পত্রিকা বা ম্যাগাজিনে ছাপা হয়,


আমি চকলেট হাতে পাওয়া পিচ্চির মত খুশী হই,


নিজের লেখা ছাপার অক্ষরে পড়ার আনন্দ নেই কোথাও নিশ্চয়।


 

মাঝে মাঝে নিয়ন্ত্রনহীন আবেগ এসে করে ভর,


আমার মনে বন্ধুবৎসল ভূতের মতন,


আমি আমার অজান্তেই কাঁদি,


এ কান্না নয় দুঃখের, এ যে সুখের আগমন!


 

আমি জানি না শেষ হাসি হাসবে কে?

 

মনেপ্রাণে চাই দেখতে আমি বিজয়ীর আসনে নিজেকে!

View kingofwords's Full Portfolio